গর্ভ*বতী হয়েছি ৩ মাস হলো কেউ জানেনা। আমি এবং আমার Boyfriend ছারা।
---কিন্তু হঠাৎ করেই আজকে আমার বিয়ে হয়ে যাচ্ছে।তাই পা*লিয়ে যাওয়ার জন্যে বয়ফ্রেন্ড কে ফোন দিলাম।
---হ্যালো ইশান আজকে আমার বিয়ে। চলো পালিয়ে যাই প্লি*জ প্লিজ*জ।
ইশান : ফাজ*লামি করো আমার সঙ্গে তাই না। হঠাৎ করে কারোর বিয়ে হয়।
ভুমি : বিশ্বাস করো সত্যি বলতেছি। আমার এক বন্ধুর ছেলে আমাকে দেখতে এসেই পছন্দ করেছে। ওরা এখন বলতেছে এই মুহূর্তে আমাকে বিয়ে হবে।
ইশান : ওহ! এখন কি হবে তাহলে শুনি।
ভুমি : তুমি আমাকে নিয়ে পালাও। আর না হলে আমার কিচ্ছু করার থাকবে না।
ইশান : আমি নিজেই চলবো এই টাকা নেই। তোমাকে নিয়ে পালাবো কিভাবে।
ভুমি : তুমি কি ভূলে গেছো তোমার সন্তান আমার গর্ভে আছে।
ইশান : হুমমম আছে। তাতে সমস্যা কি বিয়ের পর ওর সন্তান হিসেবে চালিয়ে নিবা।
ভুমি : কিইইই বললা তুমি।
ইশান : তুমি বলো আমি কি করবো এখন।
ভুমি : তোমাকে কীচ্ছু করতে হবেনা। আমার বিয়ে হয়ে যাচ্ছে তুমি সেটা উপভোগ করো।
"এরি মধ্যে কেউ একজন ভুমি ভুমি বলে ডাকতে থাকে।
ভুমি : এই ওয়েট দেখি কে ডাকতেছে। ( হুমমম কেনো আমি রুমেই আছি এমন চিৎকার করতেছো কেন)
---আরে চিৎকার করবোনা। ছেলে পক্ষ আসতেছে। এখন রুম থেকে বের হও তোকে রেডি হতে হবে তো।
ভুমি : যাও আমি আসতেছ একটু পরে।
---ঠিক আছে!
ভুমি : প্লিজজজজ ইশান কিছু করো। আমি তোমাকে ভিষন ভালোবাসি।
ইশান : সরি সব কিছু ভূলে যাও। আর নতুন করে জীবন গরাও।
ভুমি : তার মানে এতো দিন সব কিছু নাটক কছো তুমি আমার সঙ্গে। আর এই সন্তানের কি হবে।
ইশান : আমি কিছু জানিনা।
ভুমি : আচ্ছা ভালো থেকো। একটি কথা মাথায় রেখো তুমি কাজটি আমার সঙ্গে ভালো করোনাই।
ইশান : হাহাহাহ হাহাহ আরে বতর্মান সবাই এমন করে। তা ছারা তুমি ও চাইছো আমি ও চাইছি এই কারনেই তো এমন কাজ করেছি।
ভুমি : আমি তোমাকে বিশ্বাস করে আমার শরীর বিলিয়ে দিছিলাম। আর সেই তুমি এখন মজা নিচ্ছো।
ইশান : ভালো থেকো দোয়া করি। আমাকে আর কখনো ফোন দিবানা।
ভুমি : 😔😔।
"এই কথাটি বলেই ইশান ফোনটি কেটে দেয়। আর ভুমি ইশানের এমন কাহিনী দেখে হাউ মাউ করে কন্না করতে থাকে।
"এমন সময় ভুমির মা এই কান্নার শব্দ পেয়ে ভুমির রুমে চলে আসেহ
---কি হয়েছে ভুমি তুই কান্না করতেছিস কেনো মা।(ভুমির মা)
ভুমি : মা আমার সব শেষ।
---আরে পাগলি কি শেষ হলো সেইটা তো বলবি নাকি?(মা)
ভুমি : আমি একটি ছেলেকে ভালোবাসি। আর ওর সন্তান আমার গর্ভে।
---কিইইইইই!(মা)
ভুমি : আমি ওকে ছারা বাছবো না মা। প্লিজজ তুমি কিছু একটা করো।
---ছি....ছি...ছি তুই নিজের এতো বড় ক্ষতি করেছিস আর আজকে বলতেছিস আমার গর্ভে সন্তান। (মা)
ভুমি : প্লিজজজ মা আমাকে ক্ষমা করে দাও। সত্যি আমি ভাবতে পারিনাই এমন কিছু হবে।
---এখন কি হবে শুনি। আচ্ছা তোরা কি বিয়ে করেছিস। (মা)
ভুমি : নাহ বিয়েও করিনাই।
---যদি বিয়েই না হয় তাহলে তোর গর্ভে সন্তান আসলো কি করে। (মা)
ভুমি : আমরা দুজনে বিয়ে করার আগেই শারীরিক সম্পর্কে জরিয়ে ফেলি নিজেকে।
---তুই তো আমাদের মান সন্মান সব শেষ করে দিবি দেখতেছি। এখন যদি তোর বাবা জানতে পারে তুই প্রেগনেন্ট তাহলে কি হবে। ( মা)
ভুমি : মা তুমি বাবা কে ম্যানেজ করো।
---কি বলবো তোর বাবা কে শুনি। ছেলে পক্ষের লোক এসে পরলো বুজি। এই অন্তিম মুহূর্তে কি হবে। (মা)
ভুমি : মা আমার মাথায় একটি বুদ্ধি আসছে।
---কিইই বুদ্ধি! (মা)
ভুমি :.........____________.........? এইটা করলে কেমন হয়।
---আজ না হয় জানলো না কিন্তু পরের দিন তো সবাই জানবে। তখন কি করবি। (মা)
ভুমি : তখনকার হিসাব তখন দেখা যাবে। আমি যা বললাম তুমি এখন তাই করো।
---ঠিক আছে?
"এর পরে ছেলে পক্ষের লোক আসলেই বিয়ের কাজ সম্পুর্ণ করা হয়।
"তো বিয়ের কাজটি পরিপুর্ণ হওয়া মাত্রই ভুমির boyfriend ইশান ও সেখানে হঠাৎ করেই চলে আসে সবার মাঝে।
"এসেই সবার সামনে বলতে থাকে"
ইশান : বাহ্ ভুমি বাহ তুমি একটু আগেই আমাকে ফোন দিয়ে বললে তুমি আমাকে ছারা বাছবেনা। আর এখনি অন্য একজন কে বিয়ে করলে।
"এই কথা শুনে তো সবাই বেশ আশ্চর্য হয়"
ইশান : কি হলো ভুমি এমন ঘোমটা দিয়েই কি বসে থাকবে নাকি আমার সঙ্গে যাবে।
"এই ছেলে তুমি কে। আর আমার মেয়ের সাথে তোমার কিসের সম্পর্ক। ( ভুমির বাবা)
ইশান : আপনার মেয়েকেই জিঙ্গেস করুন আমার সাথে কিসর সম্পর্ক।
"ভুমি এই ছেলে কি বলতেছে এই সব। ( ভুমির বাবা)
"তবুও ভুমি কিছু বলতেছেনা ঠিক ওমনি ঘোমটা মুখে বসে আছে বিয়ের আসরে "
ইশান : এখন কি লজ্জা লাগতেছে। সবাইকে বলে দাও তোমার গর্ভে আমার সন্তান আছে।
'' এই কথা শুনে ছেলে পক্ষের লোক সবাই আকাশ থেকো যেনো পরলো"
"এইবার কিন্তু বেশি হচ্ছে। আমার মেয়েটার বিয়ে হলো এই মাত্র।আর তুমি কি সব বলতেছো। ওর স্বামী বা শশুর বাড়ির লোক কি ভাব্বে? (ভুমির বাবা)
ইশান : আমি কিচ্ছু বেশি বলতেছিনা। যদি বিশ্বাস না হয় আপনার মেয়েকে আপনি নিজেই গিয়ে জিঙ্গেস করুন।
"ইশানের মুখে এমন কথা শুনে উনি ভুমির সামনে চলে যায়। গিয়ে জিঙ্গেস করে।
"ভুমি এই ছেলেটা কি বলতেছে এই সব। আমার কিন্তু মান সন্মান সব শেষ হয়ে যাচ্ছে। ( ভুমির বাবা)
ভুমি : নিশ্চুপ?
"কি হলো ভুমি কথা বলতেছিস না যে। (ভুমির বাবা)
ভুমি : নিশ্চুপ?
"এইবার ভুমির বাবা রেগে গিয়ে ভুমির মুখ থেকে ঘোমটাটী খুলতেই দেখতে পায়_______
গল্প :বধু_সুন্দরী
পরের পর্ব দেখার জন্য ফেসবুকে ফলো দিয়ে রাখুন❤️🔥